সাভার : আজ বিশ্ব কাঁপানো সাভারে ধসে পড়া রানা প্লাজার দুই বৎসর পূর্তি। দুই বৎসর পূর্তি উপলক্ষে শ্রমিক সংগঠন গুলো আজ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এছাড়াও রানা প্লাজা ভবন ধসে রানাসহ জড়িতদের ফাঁসির দাবিতে সাভার রানা প্লাজার সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে নিহতদের স্বজন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো।
সকালে নিহত আহত সকল শ্রমিকদের স্বরণে রানা প্লাজার সামনে সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে রানা প্লাজার সামনে নিহত ও আহত সকল শ্রমিকদের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। এসময় শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল মিয়া ও ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
এদিকে রানা প্লাজার ধসের সাথে জড়িত সকল আসামিদের ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো। এছাড়াও শ্রমিক সংগঠন গুলো নিহত শ্রমিকদের স্বরণে আলোকচিত্র প্রর্দশনের আয়োজন করেছে। দুই বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল গুলো রানা প্লাজার আহত শ্রমিক ও তাদের স্বজনদের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।