ঢাকা : আশুলিয়ার কাঠগড়া এলাকায় ব্যাংক ডাকাতির ঘটনায় টঙ্গীর মোল্লাবাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান,শুক্রবার রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গত সোমবার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কর্মাস ব্যাংকে ডাকাতি করার সময় গুলিতে ম্যানেজারসহ আটজন নিহত হন। এদের মধ্যে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। ডাকাতদের হাতবোমা ও গুলিতে আহত হন ১২ জন।
নিহতরা হলেন ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ, নিরাপত্তা প্রহরী বদরুল আলম, গ্রাহক পলাশ, মুদি দোকানদার মনির হোসেন, দোকানদার জিল্লুর রহমান, পথচারী জমির উদ্দিন ও ইব্রাহিম। ডাকাতরা মোটর সাইকেলযোগে পালাবার সময় স্থানীয় জনতা মোটর সাইকেলসহ দুই ডাকাতকে ধরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়।