ঢাকা : সিটি নির্বাচনে সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে। কারণ, ক্যান্টনমেন্ট ঢাকা মহানগরের মাঝখানে অবস্থিত। সেখান থেকে উত্তর এবং দক্ষিণে যেতে স্ট্রাটেজিক্যালি (কৌশলগতভাবে) সহজ হবে। তাই তাদের ক্যান্টনমেন্টেই অবস্থান নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে ব্যাখ্যা দিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
তবে ঢাকায় সেনা মোতায়েনের বিষয়ে ব্যাখ্যা দিলেও চট্টগ্রাম প্রসঙ্গে তেমন কোনো ব্যাখ্যা দেননি সিইসি।
সিইসি বলেন, রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অবস্থান নিলেও রিটার্নিং কর্মকর্তার ডাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়া দেবে।
তিনি আরো জানান, ঢাকা এবং চট্টগ্রামে তিন ব্যাটালিয়ান সেনা সদস্য মাঠে থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান