বাংলার খবর২৪.কম: দুই মাসের ব্যবধানে সোনার দাম কমল। প্রতি ভরি ভালো মানের সোনার দাম এক হাজার ২২৫ ঢাকা কমেছে। এখন প্রতি ভরি সোনার দাম পড়বে ৪৭ হাজার ১৮১ টাকা। অন্যান্য মানের সোনার দামও ভরিতে এক হাজার টাকার বেশি কমেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে।
বর্ষা মৌসুমে বিয়েসহ অন্যান্য উৎসব কম থাকায় সোনার বাজারে কিছুটা মন্দা চলছে। দাম কমানোয় ক্রেতারা আকৃষ্ট হবেন বলে ব্যবসায়ীরা আশা করছেন।
এর আগে গত ২২ জুন প্রতি ভরি ভালো মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছিল বাজুস। রোববার তা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা (প্রতি গ্রাম ৪০৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে।
প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১৬৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।
রোববার পর্যন্ত দর ছিল প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা (প্রতি গ্রাম ৪১৫০ টাকা), ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা ৭৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা ৬০ পয়সা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৭ হাজার ৪১০ টাকা ৪০ পয়সা।
এ হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দর এক হাজার ২২৫ টাকা, ২১ ও ১৮ ক্যারেট এক হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর এক হাজার ১৬৬ টাকা কমেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান