ডেস্ক : এবার ভারতের মুম্বাইয়ে থানার ভেতরে নিয়ে পুলিশ সদস্যরা জোরপূর্বক ধর্ষণ করেছে এক মডেল কন্যাকে।
এ অভিযোগে তিন পুলিশ সদস্য ও এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ এপ্রিল ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে।
এ ঘটনার পর হয়রানির ভয়ে ২৯ বছর বয়সী ওই মডেল শহর ছেড়ে পালিয়ে গেছেন।
মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে মঙ্গলবার এক এসএমএস বার্তায় তিনি জানান যে থানার ভেতরেই তাকে গণধর্ষণ করা হয়েছে। এরপর মারিয়া তার সাথে কথা বলেন এবং অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।
এরপর পুলিশের দুজন সহকারী পরিদর্শক, একজন কনস্টেবল এবং অন্য তিনজনকে আসামি করে ধর্ষণ, যৌন নির্যাতন ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
জানাগেছে, ওই মডেল কন্যা গত ৪ এপ্রিল একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের অডিশন শেষে বের হলে পুলিশ তাকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয়।
এরপর তাকে মুম্বাইয়ের সাকিনাকা থানায় নিয়ে গণধর্ষণ করা হয়। পুলিশ তার কাছ থেকে সাড়ে চার লাখ রুপিও দাবি করে।
ওই মডেল কন্যার বন্ধুরা বহু কষ্টে টাকা যোগাড় করে পুলিশকে দিলে তিনি থানা থেকে ছাড়া পান।
সূত্র : এনডিটিভি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান