ঢাকা : পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রানা প্লাজা ট্রাজেডির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তৈরি পোষাক খাতের শ্রমিকরা ইউনিয়ন গঠনের চেষ্টা করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, পেটানো হয়েছে। এসব কর্মকাণ্ড অবৈধ, আইনত দণ্ডনীয়। বাংলাদেশ সরকার এ সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, দুই বছর আগের রানা প্লাজার আর্তনাদ এখনো থামেনি। কেবল অনিরাপদ ভবন রানা প্লাজা ট্রাজেডির অন্যতম কারণ নয়, ওই শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতাও ছিল না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান