পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খালেদার ওপর হামলায় দেশ-বিদেশে প্রতিবাদের ঝড়

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর সিরিজ হামলার ঘটনায় দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা ছাড়াও এ ঘটনায় ক্ষুব্ধ খোদ আওয়ামী লীগের প্রবীণ নেতারা। সোমবার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র, ভারত ও ইইউসহ ১৬ টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। জাতিসংঘসহ

আন্তর্জাতিক সংস্থাগুলোও এই সিরিজ হামলার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, রাখছে সতর্ক দৃষ্টি। দেশের বিশিষ্ট নাগরিকগণ সাবেক এ প্রধানমন্ত্রীর উপর হামলার ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলতে নারাজ। তারা বলছেন, হামলার ঘটনা পরিকল্পিত এবং সরকার খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছে না। পাশাপাশি প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে ফ্রান্স, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, স্পেন, ফিনল্যান্ডে ও জার্মানিতে খালেদা জিয়ার উপর হামলার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে সংস্থাটি অবগত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করছে। তিনি জানান, মহাসচিব বান কি মুন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন শীর্ষ নিউজের সঙ্গে আলাপকালে বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনা কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। তিনি বলেন, এখন প্রযুক্তির যুগ। এখন ইচ্ছে করলে কোনো ঘটনা ঘটিয়ে অন্যের উপর দায় চাপানো যায় না। সেকারণে ঘটনার ভিডিও ও স্টিল চিত্র দেখে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা দোষীদের সনাক্ত করবেন।”

তিনি বলেন, “খালেদা জিয়ার ওপর হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। শুধু খালেদা জিয়া কেনো, কোনো হামলাই সমর্থন যোগ্য নয়। প্রবীণ এ আইনজীবী বলেন, যেহেতু খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী বা সংসদ সদস্য নন, তাই সিটি নির্বাচনে তার প্রচারণা চালাতে আইনি বাধা নেই। তবে নির্বাচন কমিশন যে আচরণ বিধি তৈরি করেছে তাকে (খালেদা) তা মেনে চলতে হবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিনের সঙ্গে শীর্ষ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, খালেদা জিয়ার উপর হামলার বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না। তিনি পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগের যেসব নেতারা সরাসরি নির্বাচনী কাজের সঙ্গে জড়িত তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। বিশেষ কারণে তিনি আপাতত দলের এ সংক্রান্ত কাজ থেকে দূরে আছেন বলেও উল্লেখ করেন ।

এ বিষয়ে কথা বলতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আলোচনার বিষয় জানার পর ইন্টারভিউ দেন না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন দেন।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি শীর্ষ নিউজের সঙ্গে আলাপকালে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বাধার মুখে পড়েন। তিনি বলেন, “সোমবার প্রথম দিন কারওয়ান বাজারে হামলার ঘটনাকে প্রথম দিকে কেউ কেউ বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও দফায় দফায় হামলার ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায় না। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন হামলার ঘটনা পরিকল্পিত।”

ড. মজুমদার বলেন, “সরকার খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছে না। পুলিশের সামনে হামলা করা হলেও তারা নীরব ভূমিকায় ছিলেন। একজন সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহৎ দলের চেয়ারপারসনের ওপর বার বার হামলা করে পরিস্থিতি জটিল করে ফেলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য এসব ঘটনা অন্তরায়।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।” এসময় ভবিষ্যতে এসব ঘটনা যাতে না ঘটে সেজন্য ইলেকশন কমিশন পদক্ষেপ নিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দফায় দফায় হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় পর দফায় দফায় সরকার সমর্থিত সন্ত্রাসীদের হামলায় বেগম জিয়ার নিরপত্তা নিয়ে শঙ্কায় ও উদ্বিগ্ন বিএনপি। একই সঙ্গে তিনি বেগম জিয়ার নিরাপত্তায় সরকারের সহযোগিতা চান।

এদিকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। সংগঠনগুলো এ ঘটনার প্রতিবাদ জানায়। অচিরেই হামলাকারীদের গ্রেফতার দাবি জানান তারা। গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশি পাহারা প্রত্যাহার এবং তার গাড়িবহর থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা থেকেই বোঝা যায় চেয়ারপারসনের ওপর হামলা সরকারের পূর্ব পরিকল্পনার অংশ। সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই সরকার এ ধরনের ফ্যাসিবাদী ও সন্ত্রাসী তা-বের আশ্রয় গ্রহণ করেছে। এটি সরকারের দুর্বলতারই প্রতিফলন।

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখা। প্যারিসের লাসা ফিলোস্থ নামে একটি রেস্টুরেন্টে এ ইস্যুতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান।

সিটি নির্বাচনের প্রচারণার সময় খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার অস্ট্রেলিয়া বিএনপি এ হামলাকে অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরে ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ-সহযোগী সংগঠন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের খাবার বাড়ির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া। সভা পরিচালনায় ছিলেন সাইদুর রহমান সাইদ।

নির্বাচনী প্রচারণার সময়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সৌদি আরব বিএনপি। সৌদি আরবের জেদ্দায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টায় হামলা চালানো হয়েছে দাবি করে সরকার দলীয় এমপি ও মন্ত্রীদেরকে স্পেনে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে স্পেন বিএনপি। খালেদা জিয়ার ওপর হামলার ঘটনার পর স্পেনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সরকার দলীয় এমপি-মন্ত্রীকে স্পেনে প্রতিহত করা হবে।

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সময় গাড়িবহরে সন্ত্রাসীদের অব্যাহত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ। প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়ার ওপর একের পর এক যে হামলা চালানো হচ্ছে, তা কোনো সভ্য দেশের মানুষের কাজ হতে পারে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ। তার উপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খালেদা জিয়ার গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা। বুধবার হেলসিংকির স্থানীয় এক মিলনায়তনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের ওপর হামলার ঘটনাকে প্রধানমন্ত্রী ‘নাটক’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাসীরা আরও আশকারা পাবে। সরকারের দায়িত্ব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকার তা দিতে ব্যর্থ হয়েছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে জার্মান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার জার্মানির রাজধানী ব্রালিনের একটি হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এদিক খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় ভোট কমছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও বিজি প্রেস এলাকায় আনিসুল হক বলেন, খালেদা জিয়ার উপরে হামলা আমার ভোট কমাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে আকুল আবেদন জানাবো এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, পূর্বপরিকল্পিতভাবেই খালেদা জিয়ার ওপর হামলা করেছে সরকার। এজন্য হামলার আগে ট্রাফিক সিগন্যাল ফেলা হয়েছিল এবং হামলার পর সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে গেছেন। এর প্রমাণ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার মির্জা আব্বাসের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

খালেদার ওপর হামলায় দেশ-বিদেশে প্রতিবাদের ঝড়

আপডেট টাইম : ০৫:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর সিরিজ হামলার ঘটনায় দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা ছাড়াও এ ঘটনায় ক্ষুব্ধ খোদ আওয়ামী লীগের প্রবীণ নেতারা। সোমবার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র, ভারত ও ইইউসহ ১৬ টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। জাতিসংঘসহ

আন্তর্জাতিক সংস্থাগুলোও এই সিরিজ হামলার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, রাখছে সতর্ক দৃষ্টি। দেশের বিশিষ্ট নাগরিকগণ সাবেক এ প্রধানমন্ত্রীর উপর হামলার ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলতে নারাজ। তারা বলছেন, হামলার ঘটনা পরিকল্পিত এবং সরকার খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছে না। পাশাপাশি প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে ফ্রান্স, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, স্পেন, ফিনল্যান্ডে ও জার্মানিতে খালেদা জিয়ার উপর হামলার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে সংস্থাটি অবগত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করছে। তিনি জানান, মহাসচিব বান কি মুন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন শীর্ষ নিউজের সঙ্গে আলাপকালে বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনা কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। তিনি বলেন, এখন প্রযুক্তির যুগ। এখন ইচ্ছে করলে কোনো ঘটনা ঘটিয়ে অন্যের উপর দায় চাপানো যায় না। সেকারণে ঘটনার ভিডিও ও স্টিল চিত্র দেখে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা দোষীদের সনাক্ত করবেন।”

তিনি বলেন, “খালেদা জিয়ার ওপর হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। শুধু খালেদা জিয়া কেনো, কোনো হামলাই সমর্থন যোগ্য নয়। প্রবীণ এ আইনজীবী বলেন, যেহেতু খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী বা সংসদ সদস্য নন, তাই সিটি নির্বাচনে তার প্রচারণা চালাতে আইনি বাধা নেই। তবে নির্বাচন কমিশন যে আচরণ বিধি তৈরি করেছে তাকে (খালেদা) তা মেনে চলতে হবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিনের সঙ্গে শীর্ষ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, খালেদা জিয়ার উপর হামলার বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না। তিনি পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগের যেসব নেতারা সরাসরি নির্বাচনী কাজের সঙ্গে জড়িত তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। বিশেষ কারণে তিনি আপাতত দলের এ সংক্রান্ত কাজ থেকে দূরে আছেন বলেও উল্লেখ করেন ।

এ বিষয়ে কথা বলতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আলোচনার বিষয় জানার পর ইন্টারভিউ দেন না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন দেন।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি শীর্ষ নিউজের সঙ্গে আলাপকালে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বাধার মুখে পড়েন। তিনি বলেন, “সোমবার প্রথম দিন কারওয়ান বাজারে হামলার ঘটনাকে প্রথম দিকে কেউ কেউ বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও দফায় দফায় হামলার ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায় না। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন হামলার ঘটনা পরিকল্পিত।”

ড. মজুমদার বলেন, “সরকার খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছে না। পুলিশের সামনে হামলা করা হলেও তারা নীরব ভূমিকায় ছিলেন। একজন সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহৎ দলের চেয়ারপারসনের ওপর বার বার হামলা করে পরিস্থিতি জটিল করে ফেলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য এসব ঘটনা অন্তরায়।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।” এসময় ভবিষ্যতে এসব ঘটনা যাতে না ঘটে সেজন্য ইলেকশন কমিশন পদক্ষেপ নিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দফায় দফায় হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় পর দফায় দফায় সরকার সমর্থিত সন্ত্রাসীদের হামলায় বেগম জিয়ার নিরপত্তা নিয়ে শঙ্কায় ও উদ্বিগ্ন বিএনপি। একই সঙ্গে তিনি বেগম জিয়ার নিরাপত্তায় সরকারের সহযোগিতা চান।

এদিকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। সংগঠনগুলো এ ঘটনার প্রতিবাদ জানায়। অচিরেই হামলাকারীদের গ্রেফতার দাবি জানান তারা। গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশি পাহারা প্রত্যাহার এবং তার গাড়িবহর থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা থেকেই বোঝা যায় চেয়ারপারসনের ওপর হামলা সরকারের পূর্ব পরিকল্পনার অংশ। সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই সরকার এ ধরনের ফ্যাসিবাদী ও সন্ত্রাসী তা-বের আশ্রয় গ্রহণ করেছে। এটি সরকারের দুর্বলতারই প্রতিফলন।

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখা। প্যারিসের লাসা ফিলোস্থ নামে একটি রেস্টুরেন্টে এ ইস্যুতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান।

সিটি নির্বাচনের প্রচারণার সময় খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার অস্ট্রেলিয়া বিএনপি এ হামলাকে অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরে ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ-সহযোগী সংগঠন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের খাবার বাড়ির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া। সভা পরিচালনায় ছিলেন সাইদুর রহমান সাইদ।

নির্বাচনী প্রচারণার সময়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সৌদি আরব বিএনপি। সৌদি আরবের জেদ্দায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টায় হামলা চালানো হয়েছে দাবি করে সরকার দলীয় এমপি ও মন্ত্রীদেরকে স্পেনে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে স্পেন বিএনপি। খালেদা জিয়ার ওপর হামলার ঘটনার পর স্পেনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সরকার দলীয় এমপি-মন্ত্রীকে স্পেনে প্রতিহত করা হবে।

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সময় গাড়িবহরে সন্ত্রাসীদের অব্যাহত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ। প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়ার ওপর একের পর এক যে হামলা চালানো হচ্ছে, তা কোনো সভ্য দেশের মানুষের কাজ হতে পারে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ। তার উপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খালেদা জিয়ার গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা। বুধবার হেলসিংকির স্থানীয় এক মিলনায়তনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের ওপর হামলার ঘটনাকে প্রধানমন্ত্রী ‘নাটক’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাসীরা আরও আশকারা পাবে। সরকারের দায়িত্ব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকার তা দিতে ব্যর্থ হয়েছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে জার্মান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার জার্মানির রাজধানী ব্রালিনের একটি হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এদিক খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় ভোট কমছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও বিজি প্রেস এলাকায় আনিসুল হক বলেন, খালেদা জিয়ার উপরে হামলা আমার ভোট কমাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে আকুল আবেদন জানাবো এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, পূর্বপরিকল্পিতভাবেই খালেদা জিয়ার ওপর হামলা করেছে সরকার। এজন্য হামলার আগে ট্রাফিক সিগন্যাল ফেলা হয়েছিল এবং হামলার পর সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে গেছেন। এর প্রমাণ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার মির্জা আব্বাসের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।