ঢাকা : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে অংশ নিয়ে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জাকার্তা ত্যাগ করে।
বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি।