ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক মেয়র প্রার্থী ও চার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের আদালত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলনকে সাত হাজার টাকা জরিমানা করেন। আসিক ইকবালের আদালত ৩৪ নম্বর ওয়ার্ডের নাসির আহম্মদ খানকে তিন হাজার টাকা, সংরক্ষিত ১৩, ১৯ ও ২০ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে তিন হাজার টাকা এবং ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ মোহন ও মেহেবুবু হাসানকে তিন হাজার টাকা করে জরিমান করেন।
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১০ এর ২ এর (ছ) এবং ১৩ এর (খ) ও সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১০ এর ৬/২(ঙ) লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানো ও প্রচারণা চালানোয় অপরাধে তাদের এ জরিমানা করা হয়।