ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এমন দেশে আছি যেখানে কেউ নিরাপদ নয়। কারো নিরাপত্তা নেই।’
বুধবার রাতে ছাত্রলীগের হামলায় আহত দুই নিরাপত্তাকর্মী ও একজন গাড়ি চালককে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একথা বলেন খালেদা জিয়া।
নিজের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সার্জেন্ট আতিকুর রহমানকে সান্ত¡না দিয়ে খালেদা জিয়া বলেন, ‘একটু কষ্ট কর, একটু কষ্ট হবে। তবে সব ঠিক হয়ে যাবে। এমন দেশে আছি, যেখানে কেউ নিরাপদ নয়। কারো নিরাপত্তা নেই।’
বুধবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর তিনি ইউনাইটেড হাসপাতালে যান তিনি। সেখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন।
ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন- সিএসএফ সদস্য লে. কর্নেল (অব.) শামিউল ইসলাম ও সার্জেন্ট আতিকুর রহমান এবং গাড়ি চালক আবদুল মান্নান।
এদের মধ্যে লে. কর্নেল (অব.) শামিউল ইসলামের অবস্থা গুরুতর।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান