অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Logo বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন! Logo পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

বাংলাদেশী মহিলা বিএসএফের নির্যাতনের শিকার

যশোর : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মারধর ও হয়রানির শিকার হয়েছেন ভারত থেকে ফেরার পথে হাসুরা খাতুন (৩৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী নারী।

বুধবার সকাল ১১টায় ভারতের পেটপোল চেকপোস্টের বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত ওই যাত্রী যশোরের কোতোয়ালী থানার চাচড়া ডালমিল এলাকার জামাল শেখের স্ত্রী।

আহতের চাচাতো বোন পাসপোর্টধারী যাত্রী টুনি বেগম বলেন, তার চাচাতো বোনের সঙ্গে পাসপোর্ট নিয়ে ভারত থেকে তিনিও ফিরছিল। এসময় তাদের সঙ্গে স্বজনদের জন্য কিছু কেনাকাটা ছিল। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি শেষ করে তারা বাংলাদেশে ঢোকার আগ মুহূর্তে নোম্যান্সল্যান্ড থেকে হঠাৎ করে বিএসএফ সদস্যরা হাসুরাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।

এসময় তার সঙ্গে থাকা কেনাকাটার জন্য ঘুষ দাবি করে। এতে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিএসএফ সদস্য তাকে মারধর ও জখম করে। পরে তাকে অচেতন অবস্থায় একটি ভ্যানে উঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং আমাকে ধমক দেয় এসব কথা যেন বাংলাদেশে গিয়ে কাউকে না বলি। যদি বলি তাহলে পরবর্তীতে ভারতে এলে আটকে দেবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি স্বীকার করে জানান, ঘটনা শুনে আমরা নোম্যান্সল্যান্ডে গিয়ে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার হাসানুজ্জামান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি সুবেন্দ্র সিং নামে এক বিএসএফ (এএসআই) সদস্য ওই নারীকে পিটিয়ে আহত করে। এটা গুরুতর অপরাধ। মালামাল বেশি থাকলে নিয়মমতো তা বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু মারধর কাম্য নয়।

এসময় তিনি আরো জানান, কাস্টমস যাত্রীর মালামাল তল্লাশি করে ছেড়ে দেওয়ার পরও আবার বিএসএফ সদস্যরা অন্যায়ভাবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের মালামাল আটকে রেখে হয়রানি করছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও সংশিষ্টরা কোনো কর্ণপাত করছে না।

যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি শোনার পর বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে আমাদের প্রতিনিধিদের কথা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশী মহিলা বিএসএফের নির্যাতনের শিকার

আপডেট টাইম : ০৪:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০১৫

যশোর : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মারধর ও হয়রানির শিকার হয়েছেন ভারত থেকে ফেরার পথে হাসুরা খাতুন (৩৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী নারী।

বুধবার সকাল ১১টায় ভারতের পেটপোল চেকপোস্টের বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত ওই যাত্রী যশোরের কোতোয়ালী থানার চাচড়া ডালমিল এলাকার জামাল শেখের স্ত্রী।

আহতের চাচাতো বোন পাসপোর্টধারী যাত্রী টুনি বেগম বলেন, তার চাচাতো বোনের সঙ্গে পাসপোর্ট নিয়ে ভারত থেকে তিনিও ফিরছিল। এসময় তাদের সঙ্গে স্বজনদের জন্য কিছু কেনাকাটা ছিল। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি শেষ করে তারা বাংলাদেশে ঢোকার আগ মুহূর্তে নোম্যান্সল্যান্ড থেকে হঠাৎ করে বিএসএফ সদস্যরা হাসুরাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।

এসময় তার সঙ্গে থাকা কেনাকাটার জন্য ঘুষ দাবি করে। এতে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিএসএফ সদস্য তাকে মারধর ও জখম করে। পরে তাকে অচেতন অবস্থায় একটি ভ্যানে উঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং আমাকে ধমক দেয় এসব কথা যেন বাংলাদেশে গিয়ে কাউকে না বলি। যদি বলি তাহলে পরবর্তীতে ভারতে এলে আটকে দেবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি স্বীকার করে জানান, ঘটনা শুনে আমরা নোম্যান্সল্যান্ডে গিয়ে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার হাসানুজ্জামান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি সুবেন্দ্র সিং নামে এক বিএসএফ (এএসআই) সদস্য ওই নারীকে পিটিয়ে আহত করে। এটা গুরুতর অপরাধ। মালামাল বেশি থাকলে নিয়মমতো তা বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু মারধর কাম্য নয়।

এসময় তিনি আরো জানান, কাস্টমস যাত্রীর মালামাল তল্লাশি করে ছেড়ে দেওয়ার পরও আবার বিএসএফ সদস্যরা অন্যায়ভাবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের মালামাল আটকে রেখে হয়রানি করছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও সংশিষ্টরা কোনো কর্ণপাত করছে না।

যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি শোনার পর বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে আমাদের প্রতিনিধিদের কথা হচ্ছে।