মিনহাজ উদ্দিন : রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের অর্ন্তগত ৫ নং সরকারী ক্যানেল পাড় ইসলাম বাগের গরীব দুঃখী দীন মজুর মেহনতী মানুষের রুটি-রুজীর মাধ্যমে বহু কষ্টে মাথা গোজার জন্য কোন রকম করে এক টুকরা জমির উপর বসতি স্থাপন করে বসবাস করে। হঠাৎ করেই কোন এক ঘোড় অমানিশার অন্ধকারে সকলকেই তাদের জীবনের ছন্দময় হারিয়ে ফেলে। ইসলামবাগ ক্যানেল পাড়ে ঢাকা ওয়াসার বিভিন্ন শ্রেণির লোকজন এসে জমি মাপযোগ করতে থাকে। এলাকাবাসী এ ব্যপারে জানতে চাইলে তারা জানান, ৫নং ক্যানেল পাড়ের বসতবাড়ীর জায়গা ঢাকা ওয়াসা অধিগ্রহন করে ১০৫ ফিটের একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছেন।৫নং ক্যানেল পাড়ের ইসলামবাগে নির্মিত প্রায় ১০০/১২০ কাচা পাঁকা ৫/৭ তলা বিশিষ্ট ঘরবাড়ী রয়েছে। যাতে প্রায় ৫০০/৭০০ গরীব লোকের বসবাস। এহেন অদুরর্দশী পদক্ষেপের কারনে এলাকার মানুষের মধ্যে মহা বিপদ নেমে এসেছে। কান্না জড়িত কন্ঠে এলাকার এক অন্ধ মহিলা জানায় আমার এই বাড়ীর উপর দিয়ে যদি রাস্তা হয় তাহলে আমি কোথায় যাব? এলাকার লোকজন আরো বলেন সহায় সম্বল হারিয়ে এখন আমরা কোথায় গিয়ে মাথা গোজার ঠাই করব। এখানে উল্লেখ্য যে, উত্তর পশ্চিমে সরকারী খাল রয়েছে, সেই খালের প্রস্থ প্রায় ১০০ ফুট। দক্ষিনে মেইন রোডের র্পূবে ঢাকা ওয়াসার একটি বড় খাল ও পাশে কাচা রাস্তা যার প্রস্থ প্রায় ৮০ ফুট। পশ্চিম দিকেও ৫নং ক্যানেল ঢাকা ওয়াসার বিরাট একটি খাল ছিল। যা র্বতমানে পাকা রাস্তা। এটি গিয়ে ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংয্ক্তু হয়েছে। এই ব্যপারে এলাকার মেম্বার আব্দুল জাব্বার এবং চেয়ারম্যান আব্দুল মতিন এর নেতৃত্বে ৫০০/৭০০ এলাকাবাসীদের নিয়ে মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এর নিকট একটি স্বারক লিপি প্রদান করেন। তিনি এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করার জন্য আহবান জানান এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন। এলাকাবাসীর দাবি সরকারী ৩/৪ টি ক্যানেলে রাস্তা থাকা সত্বেও কেন আমাদের বসত বাড়ী ভেংগে রাস্তা নির্মাণ করা হবে। সরকারী ক্যানেল দিয়ে যদি রাস্তা নির্মাণ করে তাহলে এ সমস্ত বসতবাড়ী ভাঙ্গা পড়বনো। এলাকাবাসীও ক্ষতির সম্মুখিন হবে না। এলাকাবাসীর দাবি সরকারী রাস্তা দিয়ে সরকারী ওয়াসার খাল দিয়ে এই রাস্তা নির্মাণ করলে এলাকার লোকজন বিশেষভাবে উপকৃত হবে এবং নিচ দিয়ে এলাকার পয়:নিস্কাশন এর ড্রেন করা যাবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ তাজুল ইসলাম, গাজী নুর ইসলাম (বড় মিয়া) মুক্তিযোদ্ধা সিরাজ হাওলাদার, নিজাম উদ্দিন, জামাল মিয়া, মোঃ জামাল(১), কুদ্দুস ছৈয়াল, হাজী হারুন অর রশিদ, মোঃ নাসির উদ্দিন আহবায়ক, মো: রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুজাম্মেল, বিলকিস বেগম ও আসমা আক্তার।
শিরোনাম :
রূপগঞ্জ গোলাকান্দাইল ইসলামবাগ এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ভেংগে রাস্তা নির্মাণের পরিকল্পনা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০১৫
- ১৭০২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ