ডেস্ক : ভারতের নয়া দিল্লীতে জমি সংক্রান্ত বিলের বিরুদ্ধে অনুষ্ঠিত কৃষকদের এক সমাবেশে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপস্থিতিতেই গাছে উঠে আত্মহত্যা করেছেন এক কৃষক। ওই সময় তিনি আত্মহত্যার কারণ একটি টুকরো কাগজে লিখেও গেছেন। লোকটির নাম গাজেন্দ্র সিং।
বুধবার ভারতের নয়া দিল্লীতে এ ঘটনা ঘটে।
লোকটি যখন গামছা দিয়ে গাছের একটি ডালের সঙ্গে নিজেকে পেঁচিয়ে আত্মহত্যা করে তখন আদ আদমি পার্টির নেতা এখানেই উপস্থিত ছিলেন। কিছু লোক তাকে বাঁচানোর জন্য গাছের ওই ডালে উঠার পরই লোকটি গাছ থেকে নিচে পড়ে যায়।
এরপর পুলিশের একটি জিপে করে গাজেন্দ্র সিংকে দ্রুত গতিতে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার কারণ সম্বলিত লেখা চিরকুটটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তাতে ওই কৃষক তার নাম উল্লেখ করে লিখে গেছেন যে, তিনি রাজস্থানের একজন কৃষক ছিলেন।
তিনি তার চিরকুটে আরো উল্লেখ করেছেন যে, তার বাবা তাকে বাড়ি থেকে সম্পূর্ণ রুপে বের করে দিয়ে ধ্বংসস্তুপে নিক্ষেপ করেছে।
চিরকুটের শেষ দিকে তিনি হিন্দী ভাষায় লিখেছেন ‘‘যাই জাওয়ান, যাই কিশান’’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান