ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আজও হামলা চালিয়েছে সরকার সমর্থকরা। এসময় খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয় ও খোদ বিএনপি চেয়ারপারসনের গাড়ি ভাঙচুর করা হয়।
এতে দুই সিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে লে. কর্নেল (অব.) শামিউলের অবস্থা গুরুতর অপরজনের নাম জানা যায়নি। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এসময় খালেদা জিয়ার গাড়ি ছাড়াও আরো দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
এরপর খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলে দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায়। সর্বশেষ কার্যালয়ের নিচেই অবস্থান করছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।
এ নিয়ে পাঁচ দিনের নির্বাচনী প্রচারণায় নেমে টানা তিন দিন হামলার শিকার হলেন বিএনপি চেয়ারপারসন।