ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে খালেদা জিয়ার গাড়ির বাম দিকের কাঁচ পুরোটি ভেঙ্গে গেছে।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও অপর কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রুবেলের নেতৃত্বে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয় বলে জানা গেছে।
হামলায় দুই সিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে লে. কর্নেল (অব.) শামিউলের অবস্থা গুরুতর অপরজনের নাম জানা যায়নি। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এসময় খালেদা জিয়ার গাড়ি ছাড়াও আরো দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
এরপর খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলে দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায়। সর্বশেষ দলের কেন্দ্রীয় কার্যালয়েই অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।
এ নিয়ে পাঁচ দিনের নির্বাচনী প্রচারণায় নেমে টানা তিন দিন হামলার শিকার হলেন বিএনপি চেয়ারপারসন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান