ঢাকা : নির্বাচনী প্রচারণার করার সময় আবারো খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।
অষ্ট্রেলিয়ার সিডনি ওয়েষ্ট মীড হাসপাতালে রোগ শয্যা থেকে প্রদত্ত এক বিবৃতিতে কাজী জাফর আহমেদ বলেন, আজ বুধবার বিকেলে নির্বাচনী প্রচার অভিযানকালে ঢাকার বাংলা মোটর এলাকায় ২০ দলীয় জোটনেত্রী ও বিএপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে সরকারি মদদ পুষ্ট দুষ্কৃতিকারীদের পর পর ৩য় দিনের হামলায় বর্তমানে ক্ষমতাসীন সরকার কোন ধরনের গণতান্ত্রিক রীতি-নীতির কোন তোয়াক্কাই করেনা। ২০১৪ সালের ৫ই জানুয়ারি তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত করেছিল। আমরা এই ফ্যাসিবাদ হামলা ও গণতন্ত্র বিরোধী অপতৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি ও দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করছি।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনেও আওয়ামী লীগ সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বিজয় ছিনিয়ে নেয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। আশা করি অচিরেই জনগণ এই স্বৈরাতান্ত্রিক সরকারের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শত নাগরিক কমিটির মনোনীত মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ ঢাকা ও চট্টগ্রাম নগরবাসীদের প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ উদাত্ত আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান