ঢাকা : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলাসহ সার্বিক পরিস্থিতি জানাতে প্রধান নির্বাচন কমিশনারের বাসভবনে যাচ্ছেন আদর্শ ঢাকা আন্দোলনের প্রতিনিধি দল।
বুধবার রাত আটটার পর আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে রওয়ানা হয়েছেন।