নরসিংদী : র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব) এর মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য একটাই, সমৃদ্ধ, আধুনিক, বঙ্গবন্ধুর, প্রধানমন্ত্রীর ও মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ গড়তে চাই।’
বুধবার সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা পরিষদ আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, ‘২০১৪ সালে যারা পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে, আমরা তাদের রুখে দিয়েছি। এখন যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, নারী ও শিশু হত্যা করছে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে। তারা যেনো দেশ ও জাতির কোন ক্ষতি করতে না পারে।’
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল আশরাফ খান (পোটন) এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরীফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা প্রমুখ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান