ঢাকা : পাকিস্তানকে বাংলাওয়াশের জন্য টাইগারদের প্রয়োজন ২৫১ রান। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ২৫০ রান।
বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, জিটিভি ও স্টার্ট স্পোর্টস ১।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে সফরকারীদের হারাতে পারলে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।
আজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে দেড়শ ওয়ানডে খেলতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মুর্তজা।
এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। তবে পাকিস্তান দলে তিনটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ, রাহাত আলী ও সাঈদ আজমল। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন উমার গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান