মৌলভীবাজার: জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় দুই শতাধিক ঘরবাড়ী লন্ডভন্ড হয়ে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার ভোর রাত ও সকালে প্রবল বেগে প্রবাহিত ঘূর্ণিঝড়ে বাড়ীঘড়সহ বৈদ্যুতিক লাইন ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যপক ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে, মোস্তফাপুর, গিয়াসনগর, কনকপুর এবং কামালপুর। এ ছাড়াও কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঘুর্ণিঝড়ের সময় ঘর ও গাছের নীচে চাপা পরে প্রায় ১৫ জন আহত হয়েছে।