মংলা : কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক চোরা শিকারী নিখিল চন্দ্রকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
বুধবার ১১টার দিকে দিগরাজ বাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড অপারেশন অফিসার লে. রাহাতুজ্জামান জানান, বেলা পৌনে ১১ টার দিকে দিগরাজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ নিখিল চন্দ্রকে (৬৫) আটক করা হয়। এরপর তাকে বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
তবে নিখিল সুন্দরবন থেকে হরিণ শিকার করে কৌশলে মাংস দিগরাজ বাজারে বিক্রি করছিল বলেও জানায় কোস্ট গার্ড। আটক নিখিলের বাবার নাম শ্বশধর চন্দ্র। বুড়িরডাঙ্গার বৈরাগীখালী গ্রামে তাদের বাড়ি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান