বান্দরবান : বান্দরবানে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মিভুত হয়েছে।
বুধবার ভোরে সদর উপজেলার বালাঘাটা বাজারে এই ঘটনা ঘটে। এতে নগদ তিন লাখ টাকাসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।
বাজারের ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে পাঁচ টার দিকে বালাঘাটা বাজারে একটি চায়ের দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, লাইব্রেরি, কম্পিউটার ফটোস্ট্যাট দোকানসহ ১৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বান্দরবান ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা রনবির দাশ জানান, চায়ের দোকানের চুল্লি থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, পৌর কমিশনার আবুল খায়েরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।