সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি-অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হযেছে। আহত হয়েছে এক জন।
বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে নগরবাড়ি-হাটিকুরুল মহাসড়কের গাড়দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাড়দহ নামক স্থানে হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি ট্রাকের সাথে শাহজাদপুর থেকে উল্লাপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি-অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিশার চালকসহ দুজন নিহত হয়। এর মধ্যে সুনিল হালদার (৬০) নামে যাত্রীর পরিচয় পাওয়া গেছে। সে পারকোলা গ্রামের পঞ্জু হালদারের ছেলে।
অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত এক যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথে তারও মৃত্যু হয়। আহত অপর এক যাত্রীকে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালক ও এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।
শাহজাদপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান