বাংলার খবর২৪.কম: ভাদাই ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কান্ত রায় বিদুর (মাইক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ১৫২ ভোট।
২ হাজার ৮৫৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রোকনুজামান রোকন (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার ছিল ১৭ হাজার ৭৯৩ জন।
অপরদিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগে সদ্য যোগদানকারী নুর ইসলাম (আনারস) ৭ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি হয়েছেন বিএনপির প্রার্থী শাহজাহান আলী প্রামানিক। তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৭৬৬ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ছিল ২৯ হাজার ৮২৬জন।
উল্লেখ্য, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রস্তম আলী মারা যাওয়ায় এবং তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ দু’টি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
শিরোনাম :
কালীগঞ্জের দুই ইউপিতে আ.লীগের জয়
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪
- ১৬৭২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ