ঢাকা : দাপটের সাথে প্রথম দু’ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সেই সাথে সিরিজ জয় নিশ্চিতও হয়ে গেছে টাইগারদের। তাই এখন লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। তাতে র্যাংকিং-এও উন্নতি ঘটবে টাইগারদের। এমন লক্ষ্য নিয়েই পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ মাঠ নামছে মাশরাফি বাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলাটি।
সিরিজ শুরুর আগে নিজেদের ফেভারিট রেখেছিলো বাংলাদেশ নিজেই। কিন্তু তখনও হয়তো ভাবেনি বাংলাদেশের পারফরমেন্সের সামনে অসহায় আত্মসমর্পন করবে পাকিস্তান।
মূলত বাংলাদেশের অসাধারণ পারফরমেন্সের সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে পারেনি পাকিস্তান। দু’ম্যাচে কোন এক সময়ের জন্যও চাপে পড়েনি বাংলাদেশ। উল্টো দু’ম্যাচের পুরো সময়ই চাপে ছিলো সফরকারীরা।
প্রথম ম্যাচে ব্যাট করে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২৯ রান করে বাংলাদেশ। এরপর পাকিস্তানকে ২৫০ রানে গুটিয়ে দিয়ে সিরিজে শুভ সূচনা করে টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মত। প্রথম ব্যাট করা পাকিস্তানকে ৬ উইকেটে ২৩৯ রানের বেশি এগোতে দেয়নি বাংলাদেশ। এরপর ব্যাট হাতে পাকিস্তানী বোলারদের নাকানি-চুবানি দিয়েছেন তামিম। আবারো সেঞ্চুরি করেন তিনি। টানা দু’ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে রেকর্ডের পাতায় তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম তুলেন তামিম। ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাতে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দু’ম্যাচের এমন পারফরমেন্স অব্যাহত রেখে এবার পাকিস্তানকে হোয়াইওয়াশ করার লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার, ‘প্রথম দু’ম্যাচে আমরা খুবই ভালো পারফরমেন্স করেছি। যদি আমরা এটি ধরে রাখতে পারি, তবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারবো।’
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে, র্যাংকিং-এর রেটিং-এ উন্নতি ঘটবে বাংলাদেশ দলের। এমন বিষয় মাথায় আছে টাইগারদের। তাই তৃতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানালেন দলের সহকারী কোচ রুয়ান কালপাগে, ‘র্যাংকিং-এ উন্নতির জন্য এই ম্যাচটি আমাদের এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই দল নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা করার সময় নয়। র্যাংকিং-এ উন্নতির এটিই সবচেয়ে বড় সুযোগ। এটি কাজে লাগাতে হবে আমাদের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান