বাংলার খবর২৪.কম বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে অন্তঃজেলা ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় ক্লাস বর্জন করেছে অত্র হাইস্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। সেই সাথে সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার কর্মসূচি ঘোষনা করেছে। এ ঘটনায় রোববার দুপুর ১টায় উপজেলার ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় চত্তরে শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে আইরিন খাতুন বলেন, শনিবার ৪৩তম আন্তঃ গ্রীস্মকালীন ফুটবল খেলা নন্দীগ্রাম পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলা অংশ গ্রহন করে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়র ও প্রতিপক্ষ দল হিসেবে মাঠে নামে নন্দীগ্রাম পাইলট হাইস্কুল। খেলা চলাকালে আমাদের স্কুলের খেলোয়ারদের কাছে ১-০গোলে পাইলট হাইস্কুল পরাজিত হয়। এই পরাজয়ের গ্লানী পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা মেনে নিতে না পেরে আমাদের খেলোয়ারদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আমাদের খেলোয়ার ও শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে পাইলট হাইস্কুলের মোড়ে পৌছিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দিনের মদদে পরাজিত শিক্ষার্থীরা আমাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের বেধরক মারপিটে আমাদের স্কুলের ১০শ্রেনীর ছাত্র গোলাম মোস্তফা, ৯ম শ্রেনীর নুরন্নবী, ১০শ্রেনীর রাকিব হোসেন, রাহাবুল ইসলাম ও ৭ম শ্রেনীর মুন্নাফ হোসেনসহ আনেকেই গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে আইরিন খাতুন আরোও বলেন, মারপিটের ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরো বেগবান করা হবে। সংবাদ সম্মেলনে রাশেদ ইবনে মাসউদ, সম্রাট আলী, আব্দুল মুমিন, মেহেদী হাসান, আসিবুর রহমান, সুরাইয়া আক্তার, জেমী, উম্মে সুমাইয়াসহ শতশত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শফি উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনার সাথে আমি বা আমার স্কুলের শিক্ষার্থীরা কোন ভাবেই জড়িত ছিলনা। আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খেলা শেষে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার’রা বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ দলের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এদিকে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তিত দাবী জানিয়ে ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর বরাবরে একটি অভিযোগ করেছেন।
শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় ক্লাস বর্জন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪
- ১৭৫১ বার
Tag :