ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণাকে অপতৎপরতা বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণে দলটির পক্ষ থেকে অনুরোধও জানানো হবে।
আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে বহু আগেই সভা-সমিতির মাধ্যমে সতর্ক করা হয়েছিলো যে, বেগম খালেদা জিয়া সিটি নির্বাচনে প্রচারণার নামে অপতৎপরতা চালাতে পারে। তিনি বলেন, আমরা (আওয়ামী লীগ) অনেক আগে থেকেই বলে আসছিলাম বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলে বিক্ষুব্ধ জনগণ তাকে প্রতিরোধ করতে পারে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে। গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার জন্য যেখানেই গেছেন সেখানেই জনগণ তার প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছে।
তিনি বলেন, গতকাল বেগম খালেদা জিয়া পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত না করেই প্রচারণায় বের হয়েছিলেন। কাওরান বাজারে গেলে সেখানে যখন জনগণ বিক্ষোভ প্রদর্শণ করে। তখন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফ-এর সদস্যরা হঠাৎ গুলি বর্ষণ করে। এতেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
হাছান মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি বিএনপি কাওরান বাজার এলাকায় (২৬ নং ওয়ার্ড) যে কাউন্সিলার প্রার্থীকে সমর্থন দিয়েছে সেখানে আরো অনেকেই দলটির সমর্থন চেয়েছিল। তারা বিএনপির সমর্থন না পাওয়ায় বিক্ষুব্ধ হয়েছে। গতকালের ঘটনায় তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান