অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Logo বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন! Logo পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

দেখেছেন ভাঙা গাড়ি বিএনপিকে যা বললেন কূটনীতিকরা

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গিয়ে খালেদা জিয়ার ওপর সরকারি দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার কথা কূটনীতিকদের জানালেন বিএনপি নেতারা। এসময় হামলার শিকার হওয়া ভাঙা গাড়িগুলোও দেখেছেন কূটনীতিকরা। যেসব গাড়িগুলো গতকাল সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ব্যবহার করা হয়েছিলো।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউসহ ১৬টি দেশের কূটনীতিকরা। কার্যালয় থেকে বেরিয়ে বৈঠকের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের কিছুই বলেননি তারা।

বৈঠকে উপস্থিত থাকা বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়ার ওপর সরকারি দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের বর্বর হামলার তিক্ত অভিজ্ঞতার কথা, আহত নিরাপত্তাকর্মীদের অবস্থা এবং নির্বাচনী পরিবেশ, ইসির দায়সারা ভূমিকা ও বিরোধী দল সমর্থক প্রার্থীদের সরকারের হয়রানি করার বিষয়ে কার্যালয়ে আগত বিভিন্ন দেশের কূটনীতিকদের জানানো হয়েছে।

এদিকে বৈঠকে অংশ নেয়া এক কূটনৈতিক সূত্র জানিয়েছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক পরিবেশের উন্নয়নের জন্য ঢাকার কূটনীতিকরা কাজ করে যাচ্ছেন। গতকাল খালেদা জিয়ার গাড়ি বহরের ওপর হামলার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কারণেই আজ (মঙ্গলবার) আমরা তার কার্যালয়ে গিয়েছি।’

সূত্রটি আরো জানান, ‘আমরা চাই সিটি করপোরেশনগুলোর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষই যেন একটি, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে।’ ‘ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেরকম পরিবেশ নিশ্চিত করা। এটা অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশনের কাজ।

রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে আরো দায়িত্ববান হবেন বলেও আশা করে বলে এ সূত্রটি উল্লেখ করেন।’

বৈঠকে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, কাতার, ফ্রান্স, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুরসহ ১৬টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিএনপি নেতাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ড. আব্দুল মঈন খান, সাবিহ উদ্দিন আহমদ, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও এম এ কাইয়ুম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দেখেছেন ভাঙা গাড়ি বিএনপিকে যা বললেন কূটনীতিকরা

আপডেট টাইম : ০২:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গিয়ে খালেদা জিয়ার ওপর সরকারি দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার কথা কূটনীতিকদের জানালেন বিএনপি নেতারা। এসময় হামলার শিকার হওয়া ভাঙা গাড়িগুলোও দেখেছেন কূটনীতিকরা। যেসব গাড়িগুলো গতকাল সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ব্যবহার করা হয়েছিলো।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউসহ ১৬টি দেশের কূটনীতিকরা। কার্যালয় থেকে বেরিয়ে বৈঠকের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের কিছুই বলেননি তারা।

বৈঠকে উপস্থিত থাকা বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়ার ওপর সরকারি দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের বর্বর হামলার তিক্ত অভিজ্ঞতার কথা, আহত নিরাপত্তাকর্মীদের অবস্থা এবং নির্বাচনী পরিবেশ, ইসির দায়সারা ভূমিকা ও বিরোধী দল সমর্থক প্রার্থীদের সরকারের হয়রানি করার বিষয়ে কার্যালয়ে আগত বিভিন্ন দেশের কূটনীতিকদের জানানো হয়েছে।

এদিকে বৈঠকে অংশ নেয়া এক কূটনৈতিক সূত্র জানিয়েছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক পরিবেশের উন্নয়নের জন্য ঢাকার কূটনীতিকরা কাজ করে যাচ্ছেন। গতকাল খালেদা জিয়ার গাড়ি বহরের ওপর হামলার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কারণেই আজ (মঙ্গলবার) আমরা তার কার্যালয়ে গিয়েছি।’

সূত্রটি আরো জানান, ‘আমরা চাই সিটি করপোরেশনগুলোর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষই যেন একটি, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে।’ ‘ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেরকম পরিবেশ নিশ্চিত করা। এটা অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশনের কাজ।

রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে আরো দায়িত্ববান হবেন বলেও আশা করে বলে এ সূত্রটি উল্লেখ করেন।’

বৈঠকে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, কাতার, ফ্রান্স, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুরসহ ১৬টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিএনপি নেতাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ড. আব্দুল মঈন খান, সাবিহ উদ্দিন আহমদ, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও এম এ কাইয়ুম প্রমুখ।