ঢাকা : গার্মেন্টস কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে শ্রম পরিদফতর কর্মকর্তাকে দিতে হয়েছে আবেদনকারীদের। এ অভিযোগ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি।
মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘তৈরী পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গ্রহীত পদক্ষেপ : গত এক বছরের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বংলাদেশ (টিআইবি)।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গার্মেন্টস কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন সংগঠন রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণে ৫ থেকে ২০ হাজার টাকা নিয়মবহির্ভূতভাবে দিতে হয়েছে আবেদনকারীদের।
কারা নিচ্ছে এ প্রশ্নের জবাবে সংস্থাটি বলেছে, শ্রম পরিদফরের কর্মকর্তা এই টাকা নিচ্ছেন।