বিএনপির নির্বাসিত নেতা তারেক রহমান শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী করে বিদেশি সকল বাণিজ্যিক অংশীদার রাষ্ট্র এবং জাতিসংঘকে হাসিনা সরকারের উপর চাপ দিয়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সাহায্যের আহ্বান জানিয়েছেন। সোমবার ফিন্যানশিয়াল টাইমসের সাথে আলাপকালে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান যখন এই কথা বলছিলেন ঠিক সেই সময় বাংলাদেশের রাজধানীতে নির্বাসিত এই নেতার মা এবং বিরোধী দল বিএনপির নেত্রী বেগম জিয়ার গাড়িবহরের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের গুন্ডারা আক্রমণ করে। হামলার ঘটনায় ১৫ জনের বেশি আহত হন এবং ছয়ের অধিক গাড়ি ভাংচুর করা হয়। খবর আমাদের সময়.কম।
রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে নির্বাসিত বিএনপির এই নেতা স্কাইপির মাধ্যমে ফিন্যানশিয়াল টাইমসকে বলেন, তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিচ্ছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছেন। এসময় তিনি বাংলাদেশের সাথে ব্যবসায়ীক সস্পর্কযুক্ত রাষ্ট্রগুলোকে কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনার সরকারকে চাপে রাখার আহ্বান জানান। বিশেষ করে বৈদেশিক সাহায্য হ্রাস, পুলিশ বাহিনীর সরঞ্জাম আমদানিতে নজরদারির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান। এছাড়া শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত সদস্যদের গ্রহণ না করার জন্য জাতিসংঘকে আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, শান্তি মিশনে নিয়োজিত অনেকেই নিজ দেশেই অপহরণ এবং রাজনৈতিক হত্যার সাথে জড়িত। তারেক রহমান মূলত র্যাব বাহিনীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন। তিনি বলেন, তাহলে তারা কিভাবে অন্য দেশে শান্তি রক্ষার কাজে নিয়োজিত হতে পারে?
বাংলাদেশের মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের পর থেকে র্যাব ও অন্যান্য বাহিনীর হাতেই ২শ’ টির বেশি গুমের ঘটনা ঘটেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই রক্তারক্তির ঘটনা ঘটে চলেছে। দেশটির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের পর তারেক রহমানের পিতা জিয়াউর রহমান সেনাশাসন শুরু করেন। কিন্তু জিয়াউর রহমান নিজেও ক্ষমতা গ্রহণের ছয় বছর পর ঘাতকদের হাতে নিহত হন।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া (দ্বন্দ্বরত বেগমরা) প্রত্যেকেই দেশটির প্রধানমন্ত্রীর পদ অলংকরিত করেছেন। কিন্তু বেশির ভাগ বাংলাদেশিই এখন বিশ্বাস করেন যে বিগত দুই দশকের কার্যকর, ভঙ্গুর গণতন্ত্র বর্তমানে শেখ হাসিনার সরকারের ক্ষমতাকালে হুমকির মুখে পড়েছে। কারণ শেখ হাসিনা তার সরকারের কোনো বিরোধীতাই সহ্য করতে নারাজ।
সর্বশেষ বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তিতে দেশটিতে সহিংসতা চরম পর্যায়ে চলে যায়। নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি টানা অবরোধ, হরতাল সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আহ্বান করে। অন্য দিকে ক্ষমতাসীন সরকার বিরোধী দলের উপর নির্যাতন অব্যাহত রাখে এবং গণমাধ্যমকে চাপে রাখে। অবরোধ-হরতাল কর্মসূচিতে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে সাদা পোশাকের পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একমাস পার হয়ে গেলেও সালাহ উদ্দিন আহমেদের কোন খোঁজ পাওয়া যায়নি।
তারেক রহমান আরও বলেন, আমাদের দলের প্রায় ৫০ হাজারের অধিক নেতা-কর্মী জেল হাজতে আছেন। বিগত ছয় বছরে র্যাব অথবা পুলিশের হাতে দেড় হাজারের অধিক বিএনপির নেতা-কর্মী খুন হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিচারিক ক্ষমতার অপব্যবহার ইত্যাদি বিষয়ে আলোকপাত করে তিনি জানান, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬ লাখ ৪০ হাজারের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তারেক আরও বলেন, শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে বিরোধী গণতান্ত্রিক দলগুলোকে নির্র্মূল করছেন। এমন সব কর্মকা-ের কারণে বিরোধী দলগুলো অন্তরালে চলে যেতে পারে এবং হেফাজতে ইসলামের মত কট্টরপন্থি সংগঠনগুলো ফায়দা লুটবে। এই সব সমস্যার মূল সমাধান হল একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। কারণ এই ধরনের সমস্যা শুধু বাংলাদেশের নয় বরং ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে গণতান্ত্রিক বিশ্বকেও এই সমস্যা ও ঝুঁকির সম্মুখিন করতে পারে। তাই যদি শেখ হাসিনা সমাধানের পদক্ষেপ না নেন তবে বিদেশি রাষ্ট্রগুলোর উচিত বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, অন্ততপক্ষে তাদের উচিত সরকারকে চাপ দেওয়া।
অবশ্য তারেক রহমানের মা (খালেদা জিয়া) যখন ক্ষমতায় ছিলেন তখন তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি অভিযোগ ওঠে। এসব অভিযোগে এবং পরবর্তীতে লন্ডনে বসে রাজনৈতিক সহিংসতার উস্কানির অভিযোগ এনে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন অন্তত ২৪ জন নেতা-কর্মী।
এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড এ্যালার্ট জারি করে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তবে তারেক রহমান তার বিরুদ্ধে আনা এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
শিরোনাম :
লন্ডনের ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমানের সাক্ষাৎকার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫
- ১৫৬৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ