ঢাকা: চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে চারদিনের জন্য সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর তা ভোটগ্রহণের পরদিন অর্থাৎ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত মোতায়েন থাকবে।
প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনরা শাহনেওয়াজ।
তিনি বলেন, ‘২৮ তারিখ তিন সিটি নির্বাচন। গত ১৯ এপ্রিল আমরা আইনশঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছিলাম। তারা জানিয়েছে পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তারপরও ভোটারদের কথা চিন্তা করে ভোটের দুইদিন আগে থেকে ভোটরে পরের দিন পর্যন্ত সেনা বাহিনী মোতায়েন থাকবে।’
সেনা বাহিনী ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের ভিতরে কখনও সেনা বাহিনী যাইনি, এবারো যেতে পারবে না। সেনা বাহিনী স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে। রিটর্নিং কর্মকর্তারা যখনই চাইবে তখনই তারা কাজ করবে।’
সেনা বাহিনীর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যা কোনো ব্যাপার না। কী পরিমান সেনা মোতায়েন করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’
সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘সেনা বাহিনী নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তাদের সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবে।’