বাংলার খবর২৪.কম,আদমদীঘি : রবিবার দুপুরে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ১বছর ৩ মাস এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী (৬০)কে গ্রেফতার করেছে। আক্কাছ আলী উপজেলার সান্তাহার কলসা ইর্য়াড কলোনীর মৃত অফিল উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ফেন্সিডিল বিক্রির দায়ে জয়পুরহাট ¯েপ্রশাল ট্রাইবুনাল-২ আদালত সাজা প্রদান করে। গ্রেফতারকৃত আক্কাছকে পুলিশ বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশের বাসায় ডাকাতি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিপুর গ্রামে পুলিশের অবসর প্রাপ্ত পুলিশের বাসায় ডাকাতি মামলায় পুলিশ দুলাভাই ও শালিকাকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানছপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আবলু হোসেন (২৮) ও তার শালিকা উপজেলার তারাপুর গ্রামের মোসলেম উদ্দীনের মেয়ে মোসলেমা আখতার মনি (২২)।
উল্লেখ্য গত ২৪ জুন দিবাগত রাতে সান্তাহার কাশিপুর গ্রামে পুলিশের অবসর প্রাপ্ত পুলিশ আহম্মদ আলীর বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ বিভিন্ন সময় নারী সহ ৮ জনকে গ্রেফতার ও লুন্ঠিত বন্দুক ক্যামেরা সহ কিছু মালামাল উদ্ধার করে। এরপর সিডিআর-এর তালিকা অনুযায়ী পুলিশ গতকাল আবুল হোসেন ও তার শালিকা মনির নিকট থেকে লুন্ঠিত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত জহুরুল হক জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান