চাঁদপুর : চাঁদপুরে শ্বশুর-শাশুড়িকে হত্যাকারী জামাতা সুমন শেখ (৩২) গণপিটুনিতে নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙ্গা গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, পলাতক জামাতা সুমনকে উত্তর কামরাঙ্গা গ্রামের ধান ক্ষেতে থেকে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে সোমবার ভোরে শ্বশুর ইকবাল হোসেন ভুলু (৪৭) ও শামুড়ি মমতাজ বেগমকে (৩৮) কুপিয়ে হত্যা করেন সুমন। এ সময় স্ত্রী শারমিন আক্তার লাকিকেও (২২) কুপিয়ে জখম করেন তিনি। গুরুতর আহত রাকিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাঁচ বছর আগে বরিশালের সুমন শেখের সঙ্গে বিয়ে হয় শারমিনের। কিছু দিন আগে তাদের তালাক হয়। গত রোববার রাতে সুমন শারমিনদের বাড়িতে এলে তাকে থাকার জায়গা দেন তারা। রোববার রাতের কোনো এক সময় শ্বশুর শাশুড়িকে হত্যা করে পালিয়ে যান সুমন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান