বাংলার খবর২৪.কম,
খুলনা : খুলনায় কামরুল ইসলাম নামের এক পলিটেকনিক কলেজ ছাত্রকে মাদক দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে ১৫ হাজার তিনশ’ টাকা আদায় করায় খালিশপুর থানার সহকারী সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান ও আব্দুল¬াহ আল মামুনকে ক্লোজড করা হয়েছে। টাকা আদায়ের জন্য শনিবার দিনভর তাকে নগরীর একটি মোটর সাইকেল গ্যারেজে আটকে রাখা হয়। বিকেলে ওই ছাত্রের পিতার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাওয়ার পরই তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে, বিষয়টি জানাজানি হলে সংশি¬ষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, এমনকি খোদ পুলিশ সদস্যদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
নগরীর বৈকালী এলাকার ম্যানগ্রোভ ইন্সস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর সিভিল ইঞ্জিনিয়ারিং (প্রথম পর্ব, দ্বিতীয় বর্ষ) বিভাগের ছাত্র কামরুল ইসলাম জানান, শনিবার সকালে তিনি পিরোজপুর জেলা সদরের কদমতলার নিজ গ্রাম থেকে কলেজে আসেন। দুপুরে এই নম্বর ০১৯৬৪-৫৮১৫৪৭ ব্যবহার করে তার মোবাইলে বেশ কয়েকবার ফোন আসে। সে রিসিভ করলে আশিক পরিচয়ে তাকে আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামের বিপরীতে সড়ক ও জনপথ বিভাগের আবাসিক এলাকার পুকুর পাড়ে যেতে বলা হয়। নামটি পরিচিত হওয়ায় সে সেখানে যাওয়া মাত্রই পাঁচ যুবক তাকে ঘিরে ফেলে তার ব্যাগের মধ্যে কিছু ঢুকিয়ে দেয়। এ সময় সে কারণ জানতে চেয়ে ছাড়িয়ে আসার চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকরা তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। বিষয়টি নিয়ে দেনদরবার চলার ফাঁকে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে খালিশপুর থানার এএসআই হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়। এএসআই হাবিব কলেজ ছাত্র সাইফুল ইসলামকে থানায় নেয়ার কথা বলে নিজ মোটর সাইকেলে উঠিয়ে তাকে নগরীর গোয়ালখালী মোড়ে পিন্টুর মোটর সাইকেল গ্যারেজে নিয়ে যায়। তাদের সাথে যোগ দেয় অপর এমসআই আব্দুল¬াহ আল মামুনসহ অজ্ঞাত পরিচয়ের আরও একজন। সেখানে দীর্ঘ কয়েক ঘন্টা আটক রেখে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে ফেনসিডিল, গাজা দিয়ে মামলা এবং পেন্ডিং চুরি মামলায় চালান দেয়ার ভয় দেখানো হয়। এক পর্যায়ে তার মোবাইল দিয়ে তার পিতা রুস্তম আলী খানের কাছেও ফোন করে বলা হয়, ‘আপনার ছেলের কাছে গাজা এবং নেশাজাতীয় অনেক কিছু পাওয়া গেছে, ছাড়াতে চাইলে ৩০ হাজার টাকা বিকাশ করেন’। বিকেলে ওই ছাত্রের পিতার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাওয়ার পরই তাকে ছেড়ে দেয়া হয়।
পলিটেকনিক ছাত্র কামরুলের পিতা রুস্তম আলী খান জানান, পুলিশ তার কাছে ফোন করে ব্যক্তিগত নম্বরে (০১৭১২-৬২২৮৪৮) ৩০ হাজার টাকা বিকাশ করতে বলে। তিনি তার কাছে টাকা নেই জানালে তারা তার ছেলেকে মাদক মামলায় গ্রেফতারের ভয় দেখায়। এ সময় তিনি স্থানীয় কদমতলা বাজারে গিয়ে ধার করে দু’বারে মোট ১৫ হাজার তিনশ’ টাকা পাঠান। টাকা পাওয়ার পর তার ছেলেকে ছেড়ে দেয়া হয়।
এদিকে খবর পেয়ে সাংবাদিকরা গোয়ালখালী মোড়ে পিন্টুর মোটর সাইকেল গ্যারেজে গেলে গ্যারেজ মালিক পিন্টু বলেন, শনিবার দুপুরের দিকে একটি ছেলেকে নিয়ে হাবিব ও মামুনসহ তিন দারোগা তার গ্যারেজে যায়। তবে তাদের মধ্যে কি কথা হয় তা না জানলেও ওই ছাত্রকে তিনি কান্নাকাটি করতে দেখেছেন। এছাড়া পুলিশ সদস্যদের একজনের মোবাইলে বিকাশের মাধ্যমে ১৫ হাজার তিনশ’ টাকার একটি ম্যাসেজও পুলিশ সদস্যরা তাকে দেখায় বলেও স্বীকার করেন তিনি।
ম্যানগ্রোভ ইন্সস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর ব্যবস্থপনা পরিচালক এসএম সাইফুল ইসলাম মোমেন বলেন, বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এবং থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফজলুর রহমান বলেন, বিষয়টি তদন্তপূর্বক সহকারী সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান ও আব্দুল¬াহ আল মামুনকে ক্লোজড করা হয়েছে।
অপরদিকে সোনাডাঙ্গা থানার ওসি মারুফ হোসেন জানান, ১৯ আগষ্ট মঙ্গলবার নগরীর ফেরীঘাট মোড়ে রজনীগন্ধা হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে যুবক-যুবতীকে আটকের পর তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়। হোটেল মালিক নুরুল ইসলাম, ম্যানেজার মাসুম হোসেন ও সোনাডাঙ্গা থানার এস আই কাজী আকরাম হোসেন একত্রিত হয়ে টাকা আদায়ের চেষ্টা করেন। এ খবর জানতে পেরে সোনাডাঙ্গা থানার ওসি নিজে হাতে নাতে এস আই কাজী আকরাম হোসেনসহ অন্যান্যদের আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় হোটেল মালিক নুরুল ইসলাম সেলিম ও ম্যানেজার মাসুম হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ¬ীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা দায়ের হয়।
চিকিৎসাধীন অবস্থায় হাজতীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ হারুন শেখ (৩৮) নামের এক হাজতি মারা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
পুলিশ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে রূপসা বাগমারা এলাকার আব্দুল লতিফ শেখের পুত্র মোঃ হারুন শেখকে ২১ আগস্ট খুলনা কারাগার কর্তৃপক্ষ খুমেক হাসপাতালে ভর্তি করে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান