ব্রাহ্মণবাড়িয়া : বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে করে জাতীয় গ্রিডে হ্রাস পেয়েছে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ। বন্ধ রয়েছে আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বজ্রপাতের কারণে বিকট শব্দে বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫টি ইউনিট চালু হলেও এখনো বন্ধ রয়েছে তিনটি ইউনিট।
কারখানার কারিগরী বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। পরে ভারী বর্ষনের সময় বজ্রপাতের কারণে বিকট শব্দে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫টি ইউনিট চালু হলেও এখনো বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলি নুরুল আলম জানান বন্ধ ইউনিট গুলো চালু প্রক্রিয়া চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান