ঢাকা : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব বহন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লড়াই হলো এই নির্বাচন। এ নির্বাচনে আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে কিছু ভুলের জন্য আমাদের পরাজয় হলে এর পরিণতি হবে ভয়াবহ।’
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে সহস্র নাগরিক কমিটির সুধী সমাবেশে সাঈদ খোকন এ মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, ‘যে ছোট্ট শিশুটিকে কিছুদিন আগে পেট্রোলবোমা দিয়ে ঝলসিয়ে দেওয়া হয়েছে, তার কি অপরাধ ছিল। সভ্যসমাজে কেন রক্তের হোলি খেলা? এর বিচার প্রক্রিয়া শুরু করতে ইলিশ মার্কায় ভোট দিন। পেট্রোলবোমা দিয়ে শিশুর শরীর ঝলসে দেওয়ার বিচারও একদিন হবে।’
এ সময় সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক। এছাড়া আরো বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রধান সমন্বয়কারী ড. আব্দুর রাজ্জাক, পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাকসুদ কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, অভিনেত্রী আফরোজা বানু, আইনজীবী মোতাহার হোসেন সাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, ড. ইনাম আহমেদ, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান