ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় কোনো প্রকার বাধা সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।
সোমবার রাজধানীর গুলশানে ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক একটি জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আনিস বলেন, “তাবিথের নির্বাচনী প্রচারণায় যদি বাধা দেয়া হয়ে থাকে তবে সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, কোন প্রকার বাধা না দিয়ে নির্বিঘ্নে তাকে প্রচারণা চালানোর ব্যবস্থা করে দেওয়ার।
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক সোমবারের প্রায় পুরোটাই কাটান গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে। বেলা তিনটায় গুলশানের পেকট্রা কনভেনশন সেন্টারে ঢাকা উত্তরের নাগরিকদের ওপর পরিচালিত ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক একটি জরিপ ও সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন। মূলতঃ এই জরিপের ওপর ভিত্তি করেই রচিত হয়, আনিসুল হকের নির্বাচনী শ্লোগান ‘সমস্যা চিহ্নিত; এবার সমাধানযাত্রা’ ও ভবিষ্যত কর্মপরিকল্পনা।
নির্বাচনী তফশীল ঘোষণার পূর্বেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ টি ওয়ার্ডে জরিপটি চালানো হয়েছিল। পেশাদার গবেষণা সংস্থা ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড (আইআরসি) জরিপটি পরিচালনা করে। জরিপের উদ্দেশ্য ছিল, উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকদের জীবন ও পরিষেবার সংকট-সমস্যা এবং মেয়রের কাছে প্রত্যাশা জানার চেষ্টা করা। ৭৬ হাজার ৭ শত ৩৫ জন নানা শ্রেণী-পেশা ও বয়সের মানুষের ওপর জরিপটি করা হয়। ২৪৭ জন তথ্য সংগ্রাহক মোট ১৮টি বিষয় নিয়ে নাগরিকদের সাথে কথা বলেছেন।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আমি ইশতেহার ঘোষোণার সময়ও বলেছি, আবারো বলতে চাই, প্রতিটি শহর নিমার্ণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরী; যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও শহরটির ভবিষ্যৎ।
জরিপের ফল অনুযায়ী সর্বোচ্চ শতকরা ৬৮.৩০ ভাগ মানুষ জানিয়েছে মশা নাগরিক জীবনের প্রধান সমস্যা। এছাড়া ৪৩.৯৯ ভাগ মানুষ বেহা রাস্তাঘাট, ৩৭.৫২ ভাগ বেশি বাড়িভাড়া, ৩০.০০ ভাগ মানুষ ড্রেন বা ম্যানহোলের অভাবকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান