কুমিল্লা : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতোদিন পেট্রলবোমা চর্চা করেছেন। এখন সহিংসতা বাদ দিয়ে নির্বাচনী চর্চা করছেন। সহিংসতা বাদ দেয়ার বিষয়টি যাতে খালেদা জিয়ার সাময়িক কৌশল না হয় সেদিকে নজর দেয়ার কথা জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার কুমিল্লা সেনানিবাস এলাকায় পাস ও পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেছেন।
খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সর্ম্পকে তিনি বলেন, বিএনপি নেত্রী নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লংঘন করছেন কিনা তা দেখার বিষয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন থেকে যদি তাকে বাধাঁ না দেয়া হয়, তাহলে আমাদের করার কিছু নেই। এসব দেখার বিষয় নির্বাচন কমিশনের।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ কেন্দ্র দখল করবে, সন্ত্রাসীদের নিয়ে প্রচারণা করছে, এমন অভিযোগ বিএনপি গত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে করেছে। কিন্তু এমন কিছুই হয়নি। ৭টি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, গত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার নির্বাচনে প্রভাব খাটায়নি। ফলাফলই যার প্রমাণ। বিগত সিটি কর্পোরেশনগুলোর ন্যায় এই তিনটি সিটি নির্বাচনেও সরকার প্রভাবিত করবেনা। সরকার কোন রকম বদনামির অংশীদার হতে চায় না।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। তাদের কর্তৃত্বপূর্ণ ভূমিকা দেয়া হয়েছে। আমাদের কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করছেনা। আমি ঘনঘন চট্টগ্রাম যাচ্ছি কারণ চট্টগ্রামে কর্ণফুলি টানেল হচ্ছে। এছাড়াও আমার আত্নীয়-স্বজন চট্টগ্রামে থাকে। সাংবাদিকরা আমাকে চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য করেছে। জাতীয় কাজের জন্য আমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে। নির্বাচনের জন্য তো কাজ বন্ধ রাখা যায় না। নির্বাচনের জন্য আমি চট্টগ্রাম যাবো না, কাজ বন্ধ রাখবো, এটা কি করে হয় ? আমি কোন আচরণ বিধি লংঘন করলে নির্বাচন কমিশন দেখবে। ১৯৮৬ সাল থেকে অদ্য পর্যন্ত আমি কখনো নির্বাচনী আচরণবিধি লংঘন করিনি।