ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে চট্টগ্রামে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ কর্তৃক রিকশা চালকদের মহাসমাবেশ/শোডাউনের আয়োজন, সরকারি যানবাহন ও বিদ্যুৎ বিভাগের অফিস নির্বাচনী কার্যক্রমে ব্যবহার সংক্রান্ত অভিযোগ করে এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের
মেয়র প্রার্থী মনজুর আলম।
নির্বাচন কমিশনের কাছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের দায়ের করা অভিযোগে বলা হয়, সরকারি দলের নেতা ড. হাছান মাহমুদ-এমপি গত রোববার ( ১৯ এপ্রিল) নগরীর দামপাড়া ওয়াসা মোড়ে মঞ্চ স্থাপন ও ব্যস্ততম সড়ক অবরোধ করে ব্যাটারী চালিত রিকশা চালকদের মহাসমাবেশ/শোডাউন এর আয়োজন করেন। সে সমাবেশে সরকার দলীয় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।