ডেস্ক : ভূমধ্যসাগরে ৩০০ আরোহী নিয়ে আবারও একটি নৌযান ডুবছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংস্থার মুখপাত্র জানান, ওই নৌযানের কর্মরত এক ব্যক্তির সাহায্যের আবেদনের ফোন পেয়েছেন। ফোনকারী জানিয়েছেন যে আন্তর্জাতিক জলরাশিতে তাদের সাহায্যে এবং নৌযানে যাত্রীদের বাঁচাতে তিনটি নৌকা দরকার। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে রোববার ইতালির উপকূলে একটি নৌযান ডুবে প্রায় ৯০০ যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ নিয়ে সোমবারই ইউরোপের মন্ত্রীরা ব্রাসেলসে এক জরুরি বৈঠকে মিলিত হবেন।
আইওএম জানায়, যে ব্যক্তি ফোন করেন তিনি জানান যে তার নৌযানে ৩০০ যাত্রী রয়েছেন এবং এটি ডুবতে শুরু করেছে।
ইতোমধ্যেই ২০ জন মারা গেছে বলে জানান ওই ব্যক্তি।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান