
বাংলার খবর২৪.কম বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৪সেঃমিঃ কমে বিপদ সীমার ৬১ সেঃমিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে ধীরে ধীরে পানি কমায় সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতি দির্ঘস্থায়ী হচ্ছে। গত সাত দিন যাবৎ পানি বন্দি ও বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া পরিবারদের দূর্ভোগ আরো বেড়েছে। উপজেলায় বন্যার পানিতে ডুবে ১৮টি প্রাথমিক ও ১টি উচ্চ বিদ্যালয বন্ধ হয়ে গেছে।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। কোন কোন বিদ্যালয় ঘরের মধ্যে এখন ১ থেকে ৪ ফুট পানি। ক্লাশ নেয়া সম্ভব না হওয়ায় গত শনিবার থেকে কেষ্টিয়ার চর, চর মাঝিড়া, পাকুড়িযা, চর চালুয়াবাড়ী, নয়াপাড়া, চকরতিনাথ, করমজাপাড়া, চরফাজিলপুর, ধারাবর্ষা, চর আগবোহাইল, দক্ষিণ চর মাঝিড়া, চর মাজবাড়ী, পৌতিবাড়ি, দক্ষিণ শংকরপুর, শংকরপুর, চর লক্ষিকোলা, শিমুলতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। বন্যার পানি ওঠা অন্যান্য স্কুলের ক্লাশ নেয়া হচ্ছে পার্শ্ববর্তী বাঁধে এবং উঁচু বাড়িতে তবে ছাত্র-ছাত্ররি উপস্থিতি খুব কম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠার কারনে ছুটি দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ে প্রায় ৫শ’ ছাত্র-ছাত্রী রয়েছে।
১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪’হাজার ছাত্র-ছাত্রী স্কুলে যেতে না পারায় তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলা প্রকল্প অফিস সুত্রে জানা গেছে, গত কয়েক দিনের বন্যায় উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্নিবাড়ী, বোহাইল, চন্দনবাইশা, কুতুবপুর, কামালপুর, হাটশেরপুর, সারিয়াকান্দি সদর ৯টি ইউনিয়নের ৬০টি গ্রামের সাড়ে ১০ হাজার পরিবারের ৪২ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে এবং ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহায্যের জন্য সরকারী বরাদ্দ হয়েছে ৫৫মেঃটন খাদ্য শস্য ও ৭৫ হাজার টাকা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২৩৭৫ হেক্টর জমির আউশ,১৬৯৫ হেক্টর রোপা আমন,৭০হেক্টর বীজতলা,৩৫ হেক্টর শাকসবজি সহ সর্বমোট ৪১৭৫ হেঃ জমির ফসল ক্ষতি হয়ে ৩৪হাজার ৭শ’ কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে ।