ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালানোর অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ তাকে সতর্ক করে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় তিনি সরকারের সুবিধাভোগী ব্যক্তির সংজ্ঞায় পড়েন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, সরকারের সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না।
শুক্রবার রাজধানীর উত্তর জুরাইন মুন্সীবাড়ী শাহাদাত হোসেন রোডে জাতীয় পার্টি শ্যামপুর-কমদতলী থানা আয়োজিত কর্মীসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচারণা চালান। ওইদিন তিনি বলেন-আমি আচরণ বিধির ঊর্ধ্বে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান