ঢাকা : ব্যক্তিগত কারণ দেখিয়ে সোনালী ব্যাংকের চেয়ারম্যান এএইচএম হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।
হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটিকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে তিনি অনেক গুলো সুপারিশ করেছিলেন। কিন্তু এর কোনো একটি সুপারিশও বাস্তবায়িত না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
২০১২ সালের ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের সাবেক ডিন ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।