মৌলভীবাজার : মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক করতে গেলে ডাকাত ও পুলিশের গোলাগুলিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। এসময় দেশীয় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের সিলেট সড়কের বড়হাট এলাকায় ওঁৎপেতে থাকে পুলিশের ৪টি দল। ডাকাত দল পার্শ্ববর্তী একটি সিএনজি পাম্প থেকে তাদের ব্যবহৃত গাড়িতে গ্যাস নিতে প্রবেশ করলে অভিযান চালানো হয়। তখন পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেকসহ তিন পুলিশ সদস্য এবং ডাকাত দলের দুই সদস্য আহত হন।
এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় ৭ ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের কাছ থেকে এসময় ১টি দেশীয় পাইপগান, ৬টি দা, ১টি চাপাতি, ২টি পিন কার্টার, ১টি বড় গ্রিল কার্টার, ২টি ছোরা ও ৭ পিস কার্তুজ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এএসপি এস এম সিরাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার শাহবন্দর এলাকায় একটি লন্ডনী বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়। এদের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান