বাংলার খবর২৪.কম: হল-মার্ক কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনার এই আসামি এক মাস ধরে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ডায়াবেটিস ও হৃদেরাগে আক্রান্ত হলে এ কে এম আজিজুর রহমানকে এক মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রসঙ্গত, অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ ওঠার পর ২০১২ সালের ৪ অক্টোবর এ ঘটনায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও কে এম আজিজুর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান