ঢাকা : রাজধানীর বাড্ডায় একটি ভবনের চারতলা থেকে জানালার গ্লাস পড়ে এক পথচারী আহত হয়েছেন। আহত পথচারীর নাম শহীদুল ইসলাম (৫০)। তার বাসা রামপুরা টেলিভিশন সেন্টারের পেছনে।
রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে উত্তর বাড্ডা ময়নারবাগ মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
আহত শহীদুল ইসলাম জানান, বাসায় যাওয়ার উদ্দেশে তিনি এই রাস্তা দিয়ে হোসেন মার্কেট যাচ্ছিলেন বাসে উঠতে। ৩২৫, ময়নারবাগের এই ভবনের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই উপর থেকে তার উপর থাই গ্লাস পড়ে। এতে তার নাক, মুখ, হাত ও পায়ের বিভিন্ন অংশে আঘাত লাগে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান