চট্টগ্রাম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সরকার দলীয় মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গে অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
রোববার মেয়র প্রার্থী এম মনজুর আলমের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগ করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এস ইউ এম নুরুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সরকারি দলের প্রার্থী অব্যাহতভাবে নির্বাচনী আচরণ বিধি ও সংশ্লিষ্ট আইন অমান্য করলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ প্রদান ও সতর্ক করা ছাড়া কার্যকরী কোনো আইনী পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে না।
সরকার দলীয় প্রার্থী ও সরকারের মন্ত্রী ও এমপিরা সংশ্লিষ্ট আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে চলছেন উল্লেখ করে অভিযোগে বলা হয়, বিভিন্ন এলাকায় সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের সন্ত্রাসী কর্মকা-ের কারণে নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘিœত হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুরুল আলমের নির্বাচনী প্রচারণার কার্যক্রমে বাধা সৃষ্টি, নির্বাচনী ব্যানার, পোস্টার ছিড়ে ফেলার মতো কর্মকান্ড সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সরকার দলীয় মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিভিন্ন তৎপরতা, বক্তব্য-বিবৃতি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থী এবং সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ৫(১) এর (খ), ৬(১) এর (ক), ৬(৪) এর (খ) এবং ৯ এর সুস্পষ্ট লংঘন।
অভিযোগে এ ধরনের নির্বাচনী বিধি লংঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সরকার দলীয় মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সরকার দলীয় মেয়র প্রার্থীর পক্ষে দলের নেতা-কর্মী-সমর্থকেরা গত ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান