পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শেখাচ্ছে’

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু ভোট ছাড়া নয়। বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শিখাচ্ছে। একাত্তরে যুদ্ধ করেছি, পচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি আর এখন অরাজকতার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় মানুষকে উজ্জীবিত করার জন্যেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি।’

রোববার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও আলাদা মন্ত্রণালয় দাবি করায় সেদিন আমাকে গালাগাল করা হয়েছিলো, কিন্তু দু’টো দাবিই পূরণ হয়েছে। মন্ত্রীদের বেতন পঞ্চাশ হাজার দিতে পারলে যারা দেশ স্বাধীন করছে তাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার কেন সরকার দিতে পারবে না। আমাকে আল্লাহ যদি কোন দিন সুযোগ দেন তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার করে দেবো।’

মুক্তিযোদ্ধা খাজা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ফুলবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরকার, হামিদ উদ্দিন মাস্টার, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, ইয়াসিন আলী সবুজ, যুবনেতা সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থানশেষে। ২ এপ্রিল থেকে সারা দেশ সফর শুরু করেন। আগামীকাল (সোমবার) তিনি ফুলবাড়ীয়া সদরে অবস্থান করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

‘অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শেখাচ্ছে’

আপডেট টাইম : ০৬:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু ভোট ছাড়া নয়। বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশের মানুষকে গণতন্ত্র শিখাচ্ছে। একাত্তরে যুদ্ধ করেছি, পচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি আর এখন অরাজকতার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় মানুষকে উজ্জীবিত করার জন্যেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি।’

রোববার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও আলাদা মন্ত্রণালয় দাবি করায় সেদিন আমাকে গালাগাল করা হয়েছিলো, কিন্তু দু’টো দাবিই পূরণ হয়েছে। মন্ত্রীদের বেতন পঞ্চাশ হাজার দিতে পারলে যারা দেশ স্বাধীন করছে তাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার কেন সরকার দিতে পারবে না। আমাকে আল্লাহ যদি কোন দিন সুযোগ দেন তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার করে দেবো।’

মুক্তিযোদ্ধা খাজা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ফুলবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরকার, হামিদ উদ্দিন মাস্টার, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, ইয়াসিন আলী সবুজ, যুবনেতা সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থানশেষে। ২ এপ্রিল থেকে সারা দেশ সফর শুরু করেন। আগামীকাল (সোমবার) তিনি ফুলবাড়ীয়া সদরে অবস্থান করবেন।