ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘সাধারণত নির্বাচনের দুই তিনদিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি।’
রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
তিনি জানান, তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না, তা আগামী দু’একদিনের মধ্যেই সে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা আজ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে তাদের মতামত শুনেছি। তারা বলেছেন পরিস্থিত এখন পর্যন্ত শান্ত রয়েছে। কিন্তু ঝড়ের আগে থমথমে কিনা সেটাও তদন্ত করে দেখতে বলেছি। তাদের মতামতের ভিত্তিতে আগামী দু’একদিনের মধ্যেই তিন সিটির কোথায় কি পরিমাণ ফোর্স মোতায়েন করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত নির্বাচনের দুই তিনদিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেক্ষেত্রে হঠাৎ করে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হয়। এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান