ঢাকা : নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী আনিসুল হক গিয়েছেন মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে তিনি খেলা দেখার ছলে ভোট প্রার্থনা করেছেন বলেও জানা গেছে।
রোববার মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এক ফাঁকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছুটে আসেন তিনি। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই মাঠে উপস্থিত হয়েছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করে খেলা দেখার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। খেলা দেখতেই মাঠে এসেছেন আনিসুল এমনটাই দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে অনেকেই তার এই আগমনকে ভাল চোখে দেখেননি।
রোববার বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। খেলা দেখার পাশাপাশি আনিসুল হক বিভিন্ন গ্যালারিতে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেছেন। নির্বাচন নিয়ে কথা বলেছেন অনেকেরই সঙ্গে। ওই সময় মিডিয়ার মুখোমুখি হতেই তিনি দুষ্টামির ছলে বলেছেন, ‘দেখছেন, আমি থাকতে থাকতেই পড়ে গেল ৩ উইকেট। আমার মনে হয় আর কিছুক্ষণ থাকলে অলআউট হয়ে যাবে পাকিস্তান।’
তিনি বলেন, ‘যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তাহলে আরও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেব। আমার এরিয়ার মধ্যে মিরপুর স্টেডিয়াম পড়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি।’
তিনি আরো বলেন, ‘একটি ভাল বল হচ্ছে আর একসঙ্গে দেশের সবমানুষ নেচে উঠছে। এই ছেলেগুলো দামাল ছেলে। আমি জয়ী হতে পারলে আমার চেষ্টা থাকবে ক্রিকেটের স্বার্থে প্রয়োজনীয় সবকিছু করা।’
এদিকে নির্বাচনের আগ মুহূর্তে আনিসুল হকের স্টেডিয়ামে আসাটা অনেকে ভালভাবে নেয়নি। এই ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ভুল বুঝে লাভ নেই। এখানে আসতে কারো বিধি-নিষেধ নেই। সবাই আসতে পারবে। সমস্যা একটাই। আমি যেমন আনিস ভাইকে চিনি, সবাইকে চেনা তো আমার পক্ষে সম্ভব নয়। তবে আমার এখানে আসার ব্যাপারে কারও কোনো বাঁধা নেই।’
তিনি আরো বলেন, ‘আনিস ভাই ক্রিকেটের ভীষণ ভক্ত। মূলত মিরপুরে ওনার কাজ ছিল, হয়তো সেই কারণেই এসেছেন। তার সঙ্গে আমার ক্রিকেট নিয়ে প্রায় সময়ই কথা হয়। উনি মেয়র নির্বাচিত হলে আমাদের স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানোর যে পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করার চেষ্টা করব।